অঙ্কুশ, কোয়েল পেলেন মহানায়ক পুরষ্কার! আর কে কে রয়েছেন তালিকায়, দেখুন এক নজরে

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর কেটে গিয়ে বহু বছর। ২৪ জুলাই ছিল তার মৃত্যু বার্ষিকী। এই দিনে একগুচ্ছ তারকাকে দেওয়া হল মহানায়ক পুরষ্কার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, অনিবার্ণ ভট্টাচার্য, সোহিনী সরকার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, হরনাথ চক্রবর্তী। চার নায়িকা ও এক নায়ককে ‘মহানায়ক’ সম্মান দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “সেই দিনটা কিছুটা ভুলতে পারি না। আমি আর আমার মা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। কয়েকজন তখন দেখলাম বলতে বলতে যাচ্ছেন প্রয়াত উত্তম কুমার। এতটাই কষ্ট পেয়েছিলাম ভাবতে পারবেন না। আমরা সবাইকে পুরস্কার দিয়েছি। যতজনকে পেরেছি এখনও এই সম্মান প্রদান করে চলেছি। কাউকে আমরা বাদ দিইনি। যাঁরা যোগ্য প্রত্যেককে এই সম্মান দেব।”
যারা রাজ্য সরকারের তরফে আয়োজিত হল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে এই সম্মান পেয়েছেন তারা হলেন, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও নায়কদের মধ্যে অঙ্কুশ হাজরাও এই পুরস্কার পেয়েছেন।
অন্যদিকে, বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন হরনাথ চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, সোহিনী সরকার। প্রতি বছরের মত বিশেষ সম্মানের পাশাপাশি এবছরও ছিল মহানায়ক সম্মান।