গসিপ

মেয়ে পূজার সামনেই মেয়ের বয়সি মনীষার সঙ্গে ঘনিষ্ঠতা! নেট দুনিয়ায় কটাক্ষের মুখে মহেশ ভাট

নিজের ব্যক্তিগত জীবন এবং চরিত্র নিয়ে বরাবরই বিতর্কে জড়িয়েছেন পরিচালক মহেশ ভাট। একাধিক মহিলার সঙ্গে অভব্য আচরণ করা নিয়েও অভিযোগ উঠেছে তাঁর নামে। এবার বিগ বস হাউসে গিয়েও সেই বিতর্কে জড়িয়েছেন পরিচালক।

বিগ বসে ওটিটি- র সিজন ২ এ মহেশ ভাটের কন্যা পূজা ভাট অংশগ্রহণ করেছেন। এবার এই প্রতিযোগীর বাবা হিসেবেই বিগ বস হাউসে প্রবেশ করেন মহেশ ভাট। কিন্তু সেখানে দেখা যায়, তিনি মেয়ের থেকে বেশি আরেক প্রতিযোগী মনীষা রানির সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। তাতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল।

স্বাভাবিক ভাবেই মহেশ ভাটকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন মনীষা। তখনই পরিচালক তার মাথায়, কাঁধে হাত বোলাতে থাকেন। মনীষার হাতে হাত রেখে বলতে থাকেন, তাঁর জন্যই নাকি তিনি ‘বিগ বস’-এর ঘরে এসেছেন। এরপরেই শুরু হয় বিতর্ক।

মহেশ ভাটের এই আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। একজন ৭৪ বছরের বৃদ্ধ হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে সর্ব সমক্ষে কী করার চেষ্টা করছেন জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই নানান রকম মন্তব্য করে কটাক্ষ করেছেন

Back to top button