মন ভেঙেছে মালাইকার, ভালো থাকার দাওয়াই দিলেন অভিনেত্রী

Published on:

ওরা আমার জন্য সবকিছু! কঠিন পরিস্থিতিতে নিজেকে কীভাবে সামলাচ্ছেন মালাইকা

মালাইকার ইনস্টাগ্রামের গল্পে উঠে এল মন ভাঙার দাওয়াই-এর কথা। অর্জুনের সঙ্গে প্রেম ভেঙেছে বেশ কয়েকদিন হল। মধ্যস্থতার মধ্যে দিয়েই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুইজনে। অর্জুনের জন্মদিনেও দেখা মেলেনি মালাইকার। এবার এই মালাইকাই মন ভালো করার ওষুধের খোঁজ দিলেন মালাইকা।

মালাইকা শেয়ার করে লিখেছেন, “সব সময়ই এমন কিছু থাকবে যার দিকে তুমি তাকাবে, এমন কিছু যার প্রতি তুমি কৃতজ্ঞ হবে। এমন কিছু যার জন্য তুমি গর্বিত হবে, যা আঁকড়ে ধরবে। যাকে বিশ্বাস করবে, যাকে ভালোবাসবে। যার জন্য বাঁচবে, জীবনে এমন কিছু অবশ্যই থাকবে”। জীবনের প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে যাওয়াতেই বিশ্বাসী তিনি।

   
 ⁠

টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

  
 ⁠

উভয় তরফের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, “মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। একে অপরের হৃদয়ে ওঁরা বিশেষ জায়গা নিয়েই থাকবেন। ওঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই বিষয়ে কোনও কথা বলবেন না বলে ঠিক করেছেন”। তবে তাঁরা তাঁদের সম্পর্কে কোনও তিক্ততা আনতে চাননা বলেও জানান।

কিছুদিন আগেই অর্জুনের এক পোষ্টে যেন আলোচনা আরও বেড়েছিল। সোশ্যাল মিডিয়ায় অর্জুন লিখেছেন, ‘আপনার চারপাশে যা ঘটছে সেটা যখন নিয়ন্ত্রত করার ক্ষমতা আপনার হাতে থাকবে না, তখন আপনার অন্তরের পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করুন’। পোস্ট দেখে ভক্তদের অনুমান, তিনি হয়তো মিস করছেন মালাইকাকে। তাই মন খারাপের জায়গা থেকেই এই পোস্ট করেছেন তিনি।