নিজের উপর বিশ্বাস রাখা জরুরী! বছর শেষে আত্মোপলব্ধি মালাইকার, নিশানায় কি অর্জুন?

Published on:

নিজের উপর বিশ্বাস রাখা জরুরী! বছর শেষে আত্মোপলব্ধি মালাইকার, নিশানায় কি অর্জুন?

চলতি বছর মালাইকা অরোরার খুব একট সুখকর হয়নি। একদিকে যেমন পিতৃ বিয়োগ হয়েছে তেমনই বিচ্ছেদ হয়েছে অর্জুন কাপুরের সঙ্গে। সব মিলিয়ে চর্চায় ছিলেন তিনি সারাবছরই। এবার বছর শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের সেই উপলব্ধির কথাই জানালেন তিনি।

অভিনেত্রী লেখেন, “২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না। কিন্তু তুমি আমার জন্য খুব কঠিন হয়ে উঠেছিলে। বহু চড়াই উতরাই এসেছে তোমার সময়ে। কত পরিবর্তনও এসেছে। অনেক কিছু শিখেছিও। তুমি দেখিয়ে দিয়েছ, চোখের পলকে জীবন বদলে যেতে পারে। ২০২৪, তুমিই শিখিয়েছ, নিজের উপর বিশ্বাস রাখা কতটা জরুরি”।

   
 ⁠

তাঁর সংযোজন, “তুমিই বুঝিয়েছ, সবার উপরে স্বাস্থ্য। সেটা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও হতে পারে। সবটাই গুরুত্বপূর্ণ। তবে এখনও কিছু বিষয় রয়েছে যা আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস, সময়ের সঙ্গে আমি সবটাই বুঝব। আমি বুঝতে পারব, কিছু ঘটনা কেন ঘটে গেল”।

  
 ⁠

টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। এর মধ্যেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন অর্জুন।

এর পাল্টা জবাব দিয়ে মালাইকা বলেন, “আমি কখনওই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়”।