নিজের নিয়ম নিজে তৈরী করুন…! জীবনের কোন দিক তুলে ধরলেন মালাইকা?

Avatar

Published on:

নিজের নিয়ম নিজে তৈরী করুন...! জীবনের কোন দিক তুলে ধরলেন মালাইকা?

টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

উভয় তরফের এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, “মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। একে অপরের হৃদয়ে ওঁরা বিশেষ জায়গা নিয়েই থাকবেন। ওঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই বিষয়ে কোনও কথা বলবেন না বলে ঠিক করেছেন”। তবে তাঁরা তাঁদের সম্পর্কে কোনও তিক্ততা আনতে চাননা বলেও জানান।

   
 ⁠

এবার মালাইকার এক পোষ্টে যেন আলোচনা আরও বাড়ল। সোশ্যাল মিডিয়ায় মালাইকা লিখেছেন, “যে কোনও কাজেই সমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সারা রাত মন ভরে নাচুন। তবে সকালে উঠে যোগাসন করুন। ওয়াইন পান করুন। তবে সব্জির জুস খেতেও ভুলবেন না। মন চাইলে অবশ্যই চকোলেট খান। কিন্তু শরীরের প্রয়োজনে সালাড খান। শনিবার রাতে হাইহিল পরুন। রবিবার সকালে খালি পায়ে ঘুরুন। নিজের জীবনের দুটো দিকই মেনে নিন”।

  
 ⁠

মালাইকা আরও লেখেন, “সাহসী হন। মন খুলে জীবনটা বাঁচুন। পাশাপাশি প্রয়োজনে নীরব, সহনশীল, বিনয়ী ও শান্ত হোন। এ ভাবেই সমতা খুঁজুন। নিজের নিয়ম নিজেই তৈরি করুন এবং সেটাই অনুসরণ করুন। জীবন আপনার। অন্য কাউকে বলতে দেবেন না, আপনি কী ভাবে বাঁচবেন”।

কিছুদিন আগেও অর্জুন কপুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে বলতে চেয়েছেন, “প্রতিটি মুহূর্তেরই একটা গুরুত্ব থাকে। কখনও সেই মুহূর্তগুলোকে ছুড়ে ফেলে দেবেন না। ওই পরিস্থিতিগুলো থেকেই ভবিষ্যৎ-এ শিক্ষা নেওয়া উচিত”

এদিকে ওই ঘনিষ্ট বলেন, “ওঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। ওরা একে অপরের অবলম্বন হিসাবে থাকবে। প্রেম ভাঙলেও এখনও নিজেদের সম্পর্ককে সম্মান করেন অর্জুন-মালাইকা। নিজেদের সামলে নিতে সময় চান তাঁরা”।