টিনসেল টাউনের এখন একটাই গসিপ, অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার ব্রেকাপ। তাঁদের সম্পর্ক নিয়ে সবসময়ই চর্চায় নেট দুনিয়া। তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে উস্কানি জোগাচ্ছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। এর মধ্যেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন অর্জুন। প্রাক্তন প্রেমিকের এই মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন মালাইকা আরোরা।
সোশ্যাল মিডিয়ায় অর্জুন একটি ভিডিও দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে, অনুরাগীরা বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘নহি আভি সিঙ্গল হুঁ। রিল্যাক্স করো’। পিছন থেকে একজনকে উদ্দেশ্য করে অর্জুন বলতে থাকেন, ‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’
এর পাল্টা জবাব দিয়েই এবার মালাইকা বললেন, “আমি কখনওই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়”।
কিছুদিন আগেও অর্জুন কপুর একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে বলতে চেয়েছেন, “প্রতিটি মুহূর্তেরই একটা গুরুত্ব থাকে। কখনও সেই মুহূর্তগুলোকে ছুড়ে ফেলে দেবেন না। ওই পরিস্থিতিগুলো থেকেই ভবিষ্যৎ-এ শিক্ষা নেওয়া উচিত”।
এদিকে উভয় তরফের ওই ঘনিষ্ট বলেন, “ওঁদের মধ্যে কোনও তিক্ততা নেই। ওরা একে অপরের অবলম্বন হিসাবে থাকবে। প্রেম ভাঙলেও এখনও নিজেদের সম্পর্ককে সম্মান করেন অর্জুন-মালাইকা। নিজেদের সামলে নিতে সময় চান তাঁরা”।