দুজনেরই দুজনকে অসহ্য লাগত! ১৮ বছরের সম্পর্ক ভাঙন নিয়ে অকপট মালাইকা

Published on:

দুজনেরই দুজনকে অসহ্য লাগত! ১৮ বছরের সম্পর্ক ভাঙন নিয়ে অকপট মালাইকা

দাম্পত্য ভেঙে গেলেও আজও তাঁরা বন্ধু। সন্তানকে মানুষ করেন একইসঙ্গে। দুজনের প্রতি দুজনের সম্মান রয়েছে অগাধ। কিন্তু যদি সব ঠিকই থাকে তাহলে কেন আলাদা হলেন মালাইকা আরোরা ও আরবাজ খান? এবার এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন বিচ্ছেদের আসল কারণ।

প্রেম করেই বিয়ে করেছিলেন আরবাজ-মালাইকা। এরপর ১৮ বছর সংসার করেছেন। তাঁদের এক ছেলেও রয়েছে। ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা করেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালে অফিশিয়ালি ডিভোর্স হয় তাঁদের। বর্তমানে দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন।

   
 ⁠

নিজের রিয়ালিটি শো’তে মালাইকা বলেন, “জীবন থেকে আলাদা কিছু চাইতাম। মনে হল কোথাও গিয়ে আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে। মনে হয়েছিল নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে। এখন আমরা অনেক ভাল আছি। দুজন দুজনকে সম্মান করি। আমাদের এক সন্তানও রয়েছে। কিন্তু তখন দুজনেরই দুজনকে অসহ্য লাগত। আমরা খুব রেগে যেতাম”।

  
 ⁠

বন্ধু ফারহা খান ও করণ জোহরকে ধন্যবাদ জানান অভিনেত্রী। সেই সঙ্গে তাঁর সংযোজন, “তোমরা যেভাবে সঙ্গে ছিলে তা কোনওদিনও ভুলব না”। এমনকি স্বামীর প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, “অসম্ভব ভাল মানুষ ও। আজ আমি যেরকম তার নেপথ্যে ভূমিকা আরবাজের। আজ আমি যেখানে তাঁর কৃতিত্বও ওর”।