মুভিং ইন উইথ মালাইকা বলে একটি টক শো শুরু করেছিলেন মালাইকা। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছিলেন কোনরকম রাখঢাক না রেখে বিভিন্ন ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনবেন। তবে শুধু এই শো নয়। এর আগেও একাধিক জায়গায় অকপটেই বিতর্কের জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার বিবাহিত জুটিদের জন্য বিশেষ পরামর্শ দিলেন তিনি।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হোক কিংবা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানো সবকিছুই অকপটে বলেছিলেন মালাইকা।তিনি তাঁর বহু জানা-অজানা তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন কোনও ফিল্টার ছাড়াই।
এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, দম্পতি হিসাবে একসঙ্গে থাকাকালীন সময় নিজের পরিচয় হারানো উচিত নয়। যদিও আপনি আপনার সঙ্গীর পদবী গ্রহণ করেন, তবুও নিজের ব্যক্তিগত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন।
তাঁর কথায়, দম্পতিদের নিজেদের স্বাধীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচিয়টা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে।
ব্যক্তিগত জীবনের একাধিক ওঠা পড়ার কাহিনি বারে বারে তুলে ধরেছেন মালাইকা। একবার নিজের বোন অমৃতা আরোরাকে নিয়েও মুখ খুলে ছিলেন তিনি। বলেছিলেন, জীবনে এমন অনেক কঠিন সময় গিয়েছে যখন তার সব থেকে বেশি প্রয়োজন ছিল তার বোনকে অমৃতাকে। কিন্তু সেই সময় অমৃতা তার পাশে ছিল না।