দু দশক পর আবার বড় পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত! বড় চমকের অপেক্ষায় ভক্তরা

Avatar

Published on:

রাত ১২টায় দরজার কড়া নাড়ত এই হিরো! শুটিংয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মল্লিকা শেরাওয়াত

এক সময় বলিউডের সেন্সেশন ছিলেন মল্লিকা শেরাওয়াত। তার নাম শুনলেই বুকে ঝড় উঠতো ভক্তদের। উড়ে যেত রাতের ঘুম। কিন্তু বর্তমানে এই অভিনেত্রীকে আর তেমনভাবে পর্দায় দেখা যায় না। কোথায় গেলেন তিনি? কিই বা করছেন এখন?

নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনও টাটকা। এককালে রোজই শিরোনামে জায়গা করে নিতেন তিনি। কিন্তু এখন তাকে আর তেমন ভাবে দেখা যায় না। তাই দর্শকদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না?

   
 ⁠

একসময় তার এবং ইমরান হাশমির রসায়ন পর্দায় ঝড় তুলেছিল। তাঁদের উষ্ণ সমীকরণ সে কালে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিল। যদিও বড় পর্দায় দেখা না গেলেও ইনস্টাগ্রামের পাতায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল পোস্ট করেন অভিনেত্রী।

  
 ⁠

জানা গিয়েছে, প্রায় দু’দশক পর ফের হিন্দি ছবির পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত।‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে এক আধুনিক মহিলার চরিত্রে দেখা যাবে মল্লিকাকে। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে এবং নজর কেড়েছেন মল্লিকা। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর।