বিয়ে হয়েছিল মাত্র ১২ বছর বয়সে। তারপর থেকেই বছর বছর সন্তানের জন্ম দিয়ে গিয়েছেন তিনি। ৪০বছরের বিবাহিত জীবনে ৪৪ জন সন্তানের জননী হয়েছেন মরিয়ম নাবাতাঞ্জি। উগান্ডার এই মহিলার পরিচয় এখন মামা উগান্ডা নামে। তিনি বিশ্বের মোস্ট ফার্টাইল নারীর তকমা পেয়েছেন।
এ মামা উগান্ডা অভিযোগ করেছিলেন তার মা-বাবা তাকে বিক্রি করে দিয়েছিলেন। এরপর বিয়ের পরের বছরই তিনি জমজ সন্তানের মা হন। তারপর যখন তার বয়স ৩৬ তখন তিনি ৪২জন সন্তানের মা হয়ে গিয়েছেন। এরপর আরও চার বছর পরে আরো দুই সন্তানের জন্ম দেন তিনি। পরবর্তীতে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে সিঙ্গেল মাদার হিসেবে বড় করেছেন ৪৪ জন সন্তানকে।
জানা গিয়েছে এখনো পর্যন্ত চারবার জমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পাঁচবার ট্রিপলেট এবং পাঁচবার একসঙ্গে চারটি করে এবং পাঁচটি করে সন্তানের জন্ম দিয়েছেন। একটি মাত্র সন্তান প্রসব হয়েছে তার একবারই। আরো জানা গিয়েছে তার ছয়টি সন্তান মারা গিয়েছে একেবারে শৈশবেই। শরীরের ফার্টিলিটি রেট কমানোর জন্য সন্তানের জন্ম দেওয়া প্রয়োজনীয় ছিল মরিয়মের ক্ষেত্রে। শেষ পর্যন্ত চিকিৎসকরা অস্ত্রপাচার করে তার ইউটেরাস বাদ দেন।
এরপরেই তার স্বামী সব টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। তখন ৩৮ টি সন্তানের জননী মরিয়ম এর মধ্যে কুড়িটি ছেলে 18 টি মেয়ে। এরপর অন্যত্র দিনরাত কাজ করে নিজের সন্তানদের বড় করেন তিনি। ইভেন ডেকোরেটর এবং হেয়ার স্টাইলিস্টের কাজ করেন মরিয়ম। এমনকি পরিবারের জন্য ভেষজ ওষুধ বানান তিনি।