এই পুরস্কার মিঠুনেরই প্রাপ্য! বিশেষ বন্ধুর সাফল্যে আবেগপ্রবণ মমতা শঙ্কর

Avatar

Published on:

এই পুরস্কার মিঠুনেরই প্রাপ্য! বিশেষ বন্ধুর সাফল্যে আবেগপ্রবণ মমতা শঙ্কর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, এই খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত মমতা শঙ্কর। বিশেষ বন্ধুর সাফল্যে খুশি তো হওয়ারই কথা। তাই মিঠুনের এই সাফল্যে খুশি তাঁর বিশেষ বন্ধু মমতা শঙ্করও।

মৃণাল সেনের মৃগয়া দিয়ে শুরু। তারপর আর ভাবতে হয়নি পরের ছবি নিয়ে। একের পর এক ছবিতে মারকাটারি অভিনয় করে সহজেই মন জয় করেছেন মমতা শঙ্কর। জানা যায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাঁর। কিন্তু তারপরেও বিষয়টি আর এগোয়নি।

   
 ⁠

মিঠুনের পুরস্কার পাওয়ার প্রসঙ্গে মমতা শঙ্কর বলেন, “আমি ভীষণ, ভীষণ খুশি। সত্যিই এই পুরস্কার মিঠুনেরই প্রাপ্য। সকালবেলা এই খবরটা পেয়ে মন ভাল হয়ে গিয়েছে। তিনি যেন সুস্থ থাকেন, ভাল থাকেন আর সেই সঙ্গে আরও ভাল ভাল কাজ করতে পারেন”।

  
 ⁠

মিঠুনের সঙ্গে মমতা শংকরের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন রয়েছে। এমনকি তাঁরা নিজেরাও স্বীকার করেছেন সেই সম্পর্কের কথা। কিন্তু কোনও ভাবেই আর এগোয়নি সেই সম্পর্ক। জানা যায়, এর পেছনে দায়ী মিঠুনই। তাঁর জন্যই সম্পর্ক পরিণতি পায়নি।