আপনি কি প্রবাল বুদ্ধিমান? ক্ষুরধার দৃষ্টিশক্তি রয়েছে আপনার? তাহলে সেই পরীক্ষা হয়ে যাক এই ছবির মধ্যে দিয়েই। এই ছবিটি হল একটি অপটিক্যাল ইলিউশন। ছবির মধ্যে লুকানো রয়েছে দুটি প্রাণী। যদি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কুকুরের মুখের মধ্যে মানুষের মুখ খুঁজে বের করতে পারেন তাহলে মেনে নিতে হবে আপনার দৃষ্টিশক্তি প্রখর।
অনেক সময় আমরা যা দেখি তা বাস্তব থেকে অনেকটাই আলাদা হয়। তবে সেই পুরো বিষয়টা নির্ভর করে আপনি কিভাবে বিষয়টিকে দেখছেন তার উপর। অনেক সময় হতে পারে আপনি যেভাবে বস্তুটিকে দেখছেন অন্যরা হয়তো অন্যভাবে দেখছেন। তাই এই ধরনের ছবিগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। এই ধরনের ছবির ধাদা সমাধান করতে গেলে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে ছবিটিকে।
ছবিতে যা দেখা যাচ্ছে তাতে দেখে মনে হবে একটি কুকুর রয়েছে। কিন্তু আদতে ছবিতে দুটি প্রাণী রয়েছে। প্রথম অবস্থায় ছবিটিতে দেখা যাচ্ছে এটি খুব সাধারন একটি পেইন্টিং। কেউ কেউ বলছেন একটি কুকুর রয়েছে ছবিটিতে। সত্যিই কি তাই? একটু ভালোভাবে খুঁজলেই দেখতে পাবেন ছবিটিতে আরও একটি প্রাণী লুকিয়ে রয়েছে।
এই ছবিটিতে প্রথমে যা দেখা যাচ্ছে তা একটি কুকুরের মুখ। এরপর একটু ভালোভাবে খুটিয়ে দেখলে বুঝতে পারবেন কুকুরের মুখের একদম সামনে রয়েছে একটি মানুষের মুখ। অর্থাৎ একটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে দুটি ছবি। যারা দু সেকেন্ডের মধ্যে এই দুটি ছবি খুঁজে পেয়েছেন তারা প্রচন্ড খুরদার বুদ্ধি এবং শক্তিশালী পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী।