সোশ্যাল মিডিয়া মানেই আজব আজব ঘটনার সম্ভার। এমন কিছু জিনিস ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যা দেখে তাজ্জব বনে যেতে হয়। চক্ষু চরকগাছ হয়ে ওঠে নেটিজেনদের। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হতেই অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
তীব্র গরমে দেখা যাচ্ছে বোতল থেকে জল পান করছেন কিং কোবরা সাপ। আর এই ভিডিও দেখেই কার্যত অবাক সবাই। জানা গিয়েছে প্রচন্ড গরমে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল সাপটির। সেই মৃত প্রায় সাপকে তুলে জল খাইয়ে সুস্থ করেছেন তামিলনাড়ুর এক পরিবেশ কর্মী। এরপর সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে নিকটবর্তী জঙ্গলে।
জানা গিয়েছে ঘটনাটি তামিলনাড়ুর থিরুচোপারুর। সেখানে স্থানীয় বাসিন্দা নটরাজনের বাড়ির কাছেই অসুস্থ অবস্থায় পড়েছিল এই কিং কোবরা সাপ। এই সাপ দেখেই তিনি তার বন্ধু এজুমালাইকে বিষয়টি জানান। সেই বন্ধু আবার খবর দেন পরিবেশ কর্মী চেল্লাকে। তিনি এসে অসুস্থ সাপটিকে জল খাইয়ে সুস্থ করেন।
এরপর ভিডিওতে দেখা যায় জল খাওয়ার পর এই খানিকটা সুস্থ হয়ে ওঠে সাপটি। তবে ওই পরিবেশকর্মী জানিয়েছেন, কোনভাবে বিষ খাওয়া ইঁদুর খেয়ে ফেলেছিল সাপটি। আর এরপরেই ওই সাপের দেহে বিষক্রিয়া শুরু হয় তাতেই কিং কোবরা অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। কিন্তু জল খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সাপটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ওই তিন ব্যক্তির প্রশংসা করেছেন সকলে।