তিন বছরের মাথাতেই সুখবর দিলেন মানালি-অভিমুন্য! ঘরে এল নতুন অতিথি

টানা দুই বছর প্রেম করে ২০২০ সালে বিয়ে সারেন মানালি ও অভিমন্যু। সুখে শান্তিতেই দাম্পত্য জীবন যাপন করছেন এই তারকা দম্পতি। এবার বিয়ের তিন বছরের মাথায় সু খবর দিলেন তাঁরা। তাঁদের ঘরে এল নতুন অতিথি।
ইতিমধ্যেই সদ্যজাত মেয়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ছবি। কন্যার নাম কই মুখোপাধ্যায়। ছোট্ট একরত্তির আগমনে এখন খুশির জোয়ার তাদের পরিবারে।
তবে এই কন্যা কোনো মনুষ্য সন্তান নয়। সে চারপেয়ে সারমেয়। সপ্তাহ দুয়েক আগে এক দুপুরে মানালি ‘মেয়ে’র ছবি পোস্ট করেন। অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করেন। সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। সেখানেই কমেন্ট বক্সে মেয়ের নাম জানিয়েছেন মানালি।
প্রসঙ্গত, এখন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন মানালি। সিরিয়ালে তাঁর চরিত্রের নাম শিমুল। পাঁচ মহিলার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে গল্প। শ্বশুর বাড়িতে এসে নানা রকম ভাবে অপদস্থ করা হয়েছে তাঁকে। তবে তার যোগ্য উত্তর দিয়েছেন তিনিও। ইতিমধ্যেই এই ধারাবাহিক দারুন জনপ্রিয় হয়েছে। টিআরপি তালিকায় প্রথম দশে জায়গাও করে নিয়েছে।