বুম্বাদার কোলে বাচ্চা মেয়েটিকে চেনা যাচ্ছে? এখন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী এই খুদে

এখন সকলেই নিজের শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। আর এই ট্রেন্ডে বাদ যায়নি সেলিব্রিটিরাও। তারাও তাদের ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাসছেন নস্টালজিয়ায়। এবার তেমনই এক সেলেবের ছোটবেলার ছবি ভাইরাল হল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোলে বসে রয়েছেন এক খুদে বালিকা। তাকে দেখে চেনার উপায় নেই যদিও। তবে তিনি এখন জনপ্রিয় অভিনেত্রী।
ছবি দেখে এই একরত্তিকে চেনার উপায় নেই। যদিও মুখের মিষ্টি হাসি টা কিন্তু অনেকটাই এক রয়েছে। তবে বর্তমানে চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। আজকাল তিনি অনুরাগীদের সেন্সেশন হয়ে উঠেছেন। সবাই দারুন প্রশংসা করছেন তার অভিনয়ের।
এই খুদে অভিনেত্রী হলেন মানালি দে। ছবিতে দেখা যাচ্ছে, হালকা রঙের জামা পড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোলে বসে রয়েছেন অভিনেত্রী। বয়েজ কাট চুলে অভিনেতার বসে আছেন ছোট্ট মানালি। মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি। বুম্বাদার জন্মদিনে এই ছবি পোস্ট করেছিলেন তিনি। ভাইরাল হয়েছে সেই ছবি৷ এই ছবি দেখেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
বউ কথা কও সিরিয়ালের হাত ধরে শুরু হয়েছিল যাত্রা। এরপর একের পর এক সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে মানালি কে। এখন কার কাছে কই মনের কথা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন তিনি।
মূলত পাঁচ বন্ধুর গল্প বলছে এই সিরিয়াল। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মানালিকে। মানালির পাশাপাশি সিরিয়ালের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্রদের।