বিনোদন

তোমায় রোজ মনে পড়ে! সুখী দাম্পত্য জীবনের মাঝেও কাছের এই মানুষটিকে এখনও মিস করেন মানালি

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর পরিচালক অভিমুন্যকে বিয়ে করেন অভিনেত্রী মানালি। তারপর প্রায় দুই বছর চুটিয়ে সংসার করছেন এই যুগল। দিব্যি কাজও করছেন তারা সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় মানালি। কিন্তু এরমধ্যেই এক দুঃখের কথা জানালেন অভিনেত্রী। নিজের কাছের এক মানুষকে খুব মিস করেন তিনি। আর সেই কথা লিখেই ফেসবুক পোস্ট করলেন তিনি।

অনেক দিন আগেই মাকে হারিয়েছেন মানালি। সম্প্রতি ছিল তাঁর মায়ের জন্মদিন। মায়ের উদ্দেশ্যেই ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী। মায়ের সঙ্গে পুরনো ছবি দিয়ে তিনি লেখেন, “শুভ জন্মদিন মা। দাদু আর দিদার সঙ্গে জন্মদিন কাটিও। তোমায় রোজ মনে পড়ে। মাঝেমধ্যে বাপি বলে আমায় নাকি আজকাল তোমার মত দেখতে লাগে। সেটা শুনে খুব আনন্দ হয়। আমার মধ্যে থেকে যেও সারা জীবন”।

আরও পড়ুন: সুখবর দিলেন দুর্নিবার! বিয়ের আট মাসের মাথাতেই আসছে নতুন অতিথি

বউ কথা কও সিরিয়ালের হাত ধরে শুরু হয়েছিল যাত্রা। এরপর একের পর এক সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে মানালি কে। এখন কার কাছে কই মনের কথা সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন: ‘নতুনরা সবাই আঁতেল, সিনেমাটাই বোঝে না’, টলিউড নিয়ে হঠাৎ বিস্ফোরক খলনায়ক সুমিত গাঙ্গুলী

মূলত পাঁচ বন্ধুর গল্প বলছে এই সিরিয়াল। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মানালিকে। মানালির পাশাপাশি সিরিয়ালের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্রদের।

Back to top button