বিনোদন

বিয়ের দুই বছর কাটলেও এখনও হয়নি হানিমুন! নেপথ্য কারণ খোলসা করলেন মানালি

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর পরিচালক অভিমুন্যকে বিয়ে করেন অভিনেত্রী মানালি। তারপর প্রায় দুই বছর চুটিয়ে সংসার করছেন এই যুগল। দিব্যি কাজও করছেন তারা সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় মানালি। কিন্তু এরমধ্যেই এক দুঃখের কথা জানালেন অভিনেত্রী।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন মানালি। সেখানে তিনি জানান, বিয়ের প্রায় দুই বছর কেটে গেলেও তারা এখনও হানিমুনে যাননি। মূলত কাজের জন্যই তাঁদের সময় হয়ে ওঠেনি। তাঁর সময় হলে অভিমন্যুর সময় হয় না, অন্যদিকে স্বামীর সময় হলে তিনি ব্যস্ত হয়ে পড়েন। এই করেই আর তাদের বেরোনো হয়নি।

তবে সুযোগ পেলেই তাঁরা মানালির শান্তিনিকেতনের বাড়িতে ঘুরে আসেন বলে জানান। অভিনেত্রী বলেন, “এই বছর আমাকে হানিমুনে না নিয়ে গেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে যাব। যে মেয়েটা স্বামীর সঙ্গে সমুদ্র দেখল না সে আর কী ফ্যামেলি প্ল্যানিং করবে”।

আপাতত কার কাছে কই মনের কথা ধারাবাহিকে কাজ করছেন তিনি। তার চরিত্রের নাম শিমুল। শাশুড়ির সঙ্গে সম্পর্কের টানপোড়েন নিয়ে শুরু হয়েছে গল্প। পাড়ার পাঁচ মহিলার বন্ধুত্বের গল্প বলবে এই ধারাবাহিক।

Back to top button