বিনোদন

ক্রপ টপে ঘুম কাড়লেন অভিনেত্রী! দেখুন মনামীর সেই বিশেষ ছবি

নিজের অনুগামীদের রীতিমত রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। এক ফটো শুট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। তার লাস্যময়ী ফিগার, মিষ্টি হাসি ঘুম কেড়েছে হাজার হাজার নেটিজেনদের। এক ডেনিম লং স্কার্ট পড়ে ছবি আপলোড করেছেন মনামী ঘোষ।

কখনো শাড়ি আবার কখনো বিকিনিতে অবলীলায় ছবি আপলোড করেন মনামী ঘোষ। আর তার সেই ছবি দেখেই মুগ্ধ হয় তার অনুরাগীরা। ঠিক একইভাবে ক্যাজুয়াল আউটফিটেও স্বাচ্ছন্দ এই অভিনেত্রী। তার কোন লুক ছেড়ে কোন লুক দেখবেন তা ভাবতে হবে আপনাকে।

ডেনিমের লং স্কার্ট আর কালো ক্রপ টপে মনামীকে এতটাই সুন্দর দেখাচ্ছে যে, তাঁর দিক থেকে কোনওভাবেই চোখ ফেরানোর উপায় নেই! এক একটি ছবি বারবার দেখতে ইচ্ছে করবেই।

ক্রপ টপে ঘুম কাড়লেন অভিনেত্রী! দেখুন মনামীর সেই বিশেষ ছবি
ক্রপ টপে ঘুম কাড়লেন অভিনেত্রী! দেখুন মনামীর সেই বিশেষ ছবি

বয়স বাড়লেও শরীরে যেন সেই ছাপ এখনো পড়েনি। বরং দিনে দিনে আরো নবীন হচ্ছেন মনামী ঘোষ। তার একটা ছবি পোস্টেই রাতের ঘুম কেড়ে নেয় অনুরাগীদের। মুহূর্তেই ভাইরাল হয় পোস্ট। এবারও ফের একবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চর্চায় এলেন তিনি।

 কিছুদিন আগেই থাইল্যান্ড, ফুকেত, পাটায়া ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে স্বল্প বসনের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। এবার ফের একবার উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করলেন তিনি।

Back to top button