বিনোদন

পড়নে লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় জবা ফুল লাগিয়ে ট্রোলড মনামী! পাল্টা কী বললেন অভিনেত্রী?

বয়স বাড়লেও শরীরে যেন সেই ছাপ এখনো পড়েনি। বরং দিনে দিনে আরো নবীন হচ্ছেন মনামী ঘোষ। তার একটা ছবি পোস্টেই রাতের ঘুম কেড়ে নেয় অনুরাগীদের। মুহূর্তেই ভাইরাল হয় পোস্ট। এবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে চর্চায় এলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, লাল পাড় সাদা শাড়ি সঙ্গে গা ভর্তি গয়না, কপালে বড় লাল টিপে মনামীর সাবেক লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। মাথায় লাগিয়েছেন জবা ফুল।

আর এই জবা ফুল দেখেই তাকে টিপ্পনি কেটেছেন এক নেটিজেন। সে লিখেছেন, ‘মাথায় কে জবা লাগায়?’ যদিও এইসব মন্তব্যে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। বরং তার এই ছবিতে প্রশংসার ঝড়ও উঠেছে। লাভ ইমোজিতে ভরিয়ে দিয়েছেন মনামীর অনুগামীরা।

ক্যামেরায় পোজ দিতেই মোহময়ী মনামীতে মজেছে তাঁর ভক্তরা। টেলি অভিনেত্রী গীতশ্রী রায় লেখেন, কী মিষ্টি। নেটিজেনরা তো মনামীর লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, আমার সুন্দরী দিদি। তো কেউ আবার মনামীকে নিজের ক্রাশও বলে বসেছেন।

Back to top button