ব্যক্তিগত জীবনে বড় সমস্যার সম্মুখীন মানসী! নিলেন বিরাট সিদ্ধান্ত, অবাক অনুরাগীরা

বাংলা সিরিয়ালের অতি জনপ্রিয় মানসী সেনগুপ্ত। নিম ফুলের মধু, পিলু সহ একাধিক ধারাবাহিকে তাকে দেখা যায়। খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে নিজের প্রতি ঘৃণার উদ্রেক ঘটিয়েছেন তিনি। কিন্তু তার অভিনয় দক্ষতা এতটাই শক্তপোক্ত যে তার অভিনয় দেখে মুগ্ধ দর্শকরাও।
এই অভিনেত্রী এবার পড়েছেন বড় বিপদে। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, “কিছু ব্যক্তিগত ও পেশাগত কারণে জন্য আমি সামাজিক মাধ্যম থেকে ব্রেক নিচ্ছি। যদি কাজ সংক্রান্ত কোনও দরকার হয় তখন মেল মারফৎ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার টিম আপনাকে উত্তর দেবে। অনেক ধন্যবাদসহ মানসী”। তবে তিনি ঠিক কি সমস্যায় পড়েছেন সে বিষয়ে অবশ্য খোলসা করেননি।
এদিকে তার এই পোস্ট দেখে খানিকটা হতবাক হয়েছেন অনুরাগীরা। তারা সকলেই কমেন্ট করে দ্রুত সেই সমস্যা সমাধানের জন্য কামনা করেছেন। তবে সেই কমেন্টের কোনও জবাব অভিনেত্রী দেননি। তবে তার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে সমস্যা বেশ গুরুতর।
বহুদিন থেকেই সিরিয়ালে কাজ করছেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সে কারণে অতীতে তাঁকে কটাক্ষেরও সম্মুখীন হতে হয়েছে। তবে এই বিষয়টিকে একেবারেই পজিটিভলি নিয়েছেন অভিনেত্রী। তার মতে, তার অভিনয়ে সেই রকম জোর আছে বলেই দর্শকরা তার চরিত্রটিকে সত্যি বলে মনে করছেন এবং তার প্রতি ঘৃণা জন্মাচ্ছে।