নব্বইয়ের দশকের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম মন্দিরা বেদী। কিন্তু বর্তমানে তাকে অভিনয় জগতে আর কেমন দেখা যায় না। বরং সঞ্চালিকা ও পরিবেশকের ভূমিকাতেই দেখা যাচ্ছে তাকে। আর এই নিয়েই আক্ষেপ মন্দিরার।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্দিরা জানান, “আমি একটা ভাল চরিত্রে কাজ করতে চাই, আমি অভিনয় মিস করি। মনে হচ্ছে মানুষ সম্পূর্ণভাবে ভুলেই গেছেন যে আমি একজন অভিনেত্রী। ‘দ্য রেলওয়ে মেন’ ওয়েব শোয়ে অভিনয় করার পর আমি বুঝতে পারলাম যে ক্যামেরার সামনে থাকাটা আমি কী প্রচণ্ড মিস করি”।
তাঁর কথায়, “অনেকে আমাকে ক্রিকেট প্রেজেন্টার বা সংবাদ সঞ্চালিকার চরিত্রের প্রস্তাব দেন, কিন্তু আমি সেগুলো ফিরিয়ে দিই”। প্রথমদিকে ছকভাঙা কাজ করতে তাঁর খুব ভাল লেগেছিল বলেই জানান তিনি। কিন্তু তাঁকে কেউ আর অভিনেত্রী হিসেবে দেখত না,কেবলমাত্র সঞ্চালিকা হিসেবেই দেখত। আর তাতেই আক্ষেপ প্রকাশ করেন তিনি।
৯ বছর টানা টিভি শোয়ে অভিনয় করার পর ২০০৩ সালে তিনি বিরতি নেওয়ার কথা ভাবেন। কিন্তু তখন ক্রিকেট বিশ্বকাপ চলায় তাঁর কাছে সঞ্চালনার প্রস্তাব যায়। এরপর থেকেই বদলে যায় জীবন। একের পর এক সঞ্চালনা, পরিবেশনের প্রস্তাব আসতে থাকে। কিন্তু অভিনয়ের প্রস্তাব আর আসে না। তাতেই মন খারাপ তাঁর।