মিথ্যাচারের ঘোর পরিপন্থী! বলিউড নিয়ে বিস্ফোরক মনীষা কৈরালা

Published on:

মিথ্যাচারের ঘোর পরিপন্থী! বলিউড নিয়ে বিস্ফোরক মনীষা কৈরালা

বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী মনীষা কৈরালা। তার স্পষ্টবাদী স্বভাবের জন্য বিতর্কেও জড়িয়েছেন তিনি। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডিতে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। এবার ৯০ এর দশকের এক বিস্ফোরক সত্যিকে সামনে আনলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ৯০ এর দশকে অভিনেত্রীরা মদ্যপান করলে তা গোপন করে যাওয়ার নির্দেশ দেওয়া হতো। এমনকি তাকেও একবার এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। শুটিং এর সেটে তাকে নরম পানির সঙ্গে ভদকা মিলিয়ে খেতে দেওয়া হয়েছিল। কিন্তু বলা হয়েছিল তিনি যে ভদকা খাচ্ছেন সেটা যেন আড়াল করে যান। অর্থাৎ কেউ জিজ্ঞেস করলে তিনি শুধুমাত্র নরম পানিও খাচ্ছেন এমনটাই বলতে বলা হয়েছিল তাকে।

   
 ⁠

তবে এই মিথ্যাচারের ঘোর পরিপন্থী ছিলেন তিনি। তিনি জানান তার মা তাকে শিখিয়েছিল সব সময় সত্যি কথা বলতে। তাই এই বিষয়েও তিনি মিথ্যে বলতে নারাজ ছিলেন। তিনি বলেন, “যদি আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তা হলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন। কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই”।

  
 ⁠

মনীষা জানান, “সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কের একাধিক প্রেমিকা থাকা নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হত, কেউ স্পর্শ করেনি। ফলে অনেকেই মনে করতেন যে, অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়”।