হীরামান্ডিতে অভিনয় করে তাক লাগিয়েছেন মনীষা কৈরালা। একটা সময় বলিউডে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। অভিনয় করেছেন দক্ষতার সঙ্গে। তাঁর সৌন্দর্য নিয়ে চর্চাও কম ছিল না। কিন্তু মসৃণ পথে বাধা হয়ে দাঁড়ায় মারণ রোগ। কর্কট রোগের কারণে রূঢ় বাস্তবতা সামনে আসে।
মারণ রোগ ধরা পড়ার পর যাঁদের তিনি পাশে পাবেন ভেবেছিলেন তাঁরা কেউই পাশে থাকেননি। সকলেই খারাপ সময়ে কেটে পড়েছিলেন। শুধুমাত্র পরিবারের কয়েকজনই ছিলেন পাশে। তবে কঠিন বাস্তবকে মেনে নিয়েছিলেন তিনি। শক্ত ছিলেন মনের দিক থেকে।
অভিনেত্রী বলেন, “এটিও যাত্রার একটি অংশ। অনেক কিছু শিখেওছি। আমি সত্যিই বিশ্বাস করতাম যে, আমার অনেক বন্ধু ছিল। ভেবেছিলাম একসঙ্গে পার্টি করব, একসঙ্গে ঘুরব, মজা করব। ভাবতাম, আমার কষ্টে মানুষ সঙ্গে বসবে। বাস্তবে এমনটা হয়নি।”
২০১২ সালে মনীষার ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। তিনি নিউইয়র্কে চিকিৎসা করিয়েছিলেন। যখন এই রোগ ধরা পড়ে তখন অভিনেত্রীর মা, বাবা, ভাই ও তাঁর স্ত্রী ছাড়া আর কেউই তেমন পাশে থাকেননি। এই প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “তখনই বুঝেছিলাম, সবাই ছেড়ে চলে যাবে। কিন্তু এই মানুষগুলোই থেকে যাবে।”