ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী মান্না দে। সঙ্গীতজগতে গায়ক মান্না দের অবদান অবিস্মরণীয়৷ দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত চর্চা করেছিলেন। বাংলা,হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটি, মৈথিলী, মালায়ালম সহ আরও বিভিন্ন ভাষায় গান গাওয়ার দক্ষতা ছিল তার।
১৯১৯ সালের ১ লা মে জন্মগ্রহণ করেন মান্না দে। তার আসল নাম প্রবোধ চন্দ্র দে হলেও সকলে তাঁকে মান্না দে বলেই চেনেন। স্কটিশ চার্চ স্কুলে পড়াশোনা করেছেন এই কিংবদন্তি গায়ক। তখন থেকেই নিজের সুরে মাতিয়ে রাখতেন সকলকে। জমিয়ে দিতেন যেকোনো আসর। দীর্ঘ সঙ্গীত জীবনে সাড়ে ৩ হাজারেরও বেশি গান রয়েছে তাঁর।
শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। পাশাপাশি বাংলা ও হিন্দি সিনেমার গায়ক হিসেবেও সুনাম অর্জন করেছেন মান্না দে। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’-মান্না দে’র গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম। যা আজও মুখে মুখে ফেরে।
জানা যায়, খাঁটি ভোজন রসিক ছিলেন মান্না দে। কাজের জন্য যেখানে যেতেন সেখানইকার কুইজিনের স্বাদ নিতে কখনওই ভুলতেন না মান্না দে। খেতেও যেমন ভালবাসেন তেমনই রান্না করতেও ভীষণ ভালবাসতেন মান্না দে। বাঙালি খাবার থেকে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার রান্নাও করতে পারতেন তিনি। ফুটবল খেলা ছিল তাঁর প্রিয়। এছাড়াও কুস্তি ও বক্সিংয়ে পারদর্শী ছিলেন মান্না দে।