না ফেরার দেশে মনোজ কুমার! কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে

Published on:

না ফেরার দেশে মনোজ কুমার! কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে

প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া সিনে জগতে। তবে শুধু অভিনয় নয়, রাজনীতিতেও নিজের ছাপ ফেলেছিলেন অভিনেতা

পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই হার্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা।

   
 ⁠

ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।পদ্মশ্রী সম্মানে ১৯৯২ সালে সম্মানিত হন তিনি। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি ‘ভারত কুমার’ নামেও পরিচিত ছিলেন। ও কৌন থি, ক্রান্তি সহ একাধিক হিট ছবি রয়েছে তার কাজের তালিকায়।

  
 ⁠

মনোজ কুমারের আসল নাম ছিল হরে হরিকৃষ্ণন গোস্বামী। মাত্র কুড়ি বছর বয়সে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার প্রথম ছবি ছিল ফ্যাশন। গুম নাম ছিল তার অভিনীত সেই সময়কার সব থেকে বেশি ব্যবসা করা ছবি। ২.৬ ৬ কোটি টাকা ব্যবসা করেছিল সেই সময় এই ছবি। এছাড়াও কাঁচ কি গুড়িয়া ছবির মাধ্যমে আমি সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছিলেন।