ক্রমেই অবস্থা সঙ্কটজনক! উদ্বেগ বাড়ছে মনোজ মিত্রের শারীরিক অবস্থা নিয়ে

Avatar

Published on:

রক্তচাপের উন্নতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনোজ মিত্র! কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা বাড়তেই রবিবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মনোজ মিত্রকে। কিন্তু সোমবার অবস্থার আরও অবনতি হল বর্ষীয়ান অভিনেতার। সংকটজনক পরিস্থিতি।

হাসপাতাল সূত্রে খবর , ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা হয়েছে অভিনেতাকে। কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। চিকিত্‍সকরা জানিয়েছেন হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।

   
 ⁠

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হন তিনি। সেই সময় পেসমেকার বসে তাঁর। নির্দিষ্ট সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তাঁর অসুস্থতা নিয়ে বারবার ভুল খবর রটে যাওয়ায় বিরক্ত তাঁর পরিবার।

  
 ⁠

অভিনেতার মেয়ে জানিয়েছিলেন, “আশঙ্কাজনক অবস্থা। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছি”।