খানিকটা কেটেছে সংকট, সামান্য কথাও বলছেন! এখন কেমন আছেন মনোজ মিত্র?

Avatar

Published on:

রক্তচাপের উন্নতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনোজ মিত্র! কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

রবিবার তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মনোজ মিত্রকে। সোমবার অবস্থার আরও অবনতি হয় বর্ষীয়ান অভিনেতার। সংকটজনক ছিল পরিস্থিতি। তবে মঙ্গলবার খানিকটা হলেও অবস্থার উন্নতি হল বলে জানা গিয়েছে।

গতকাল হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা হয়েছে অভিনেতাকে। কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ। মস্তিষ্ক সাড়া দিচ্ছিল না। চিকিত্‍সকরা জানিয়েছেন হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।

   
 ⁠

এদিন অভিনেতার জামাই এক সংবাদমাধ্যমকে জানান, বিপদ এখনও কাটেনি। সঙ্কটজনক পরিস্থিতি। এখনও একই রকম আছেন। সন্ধেবেলায় বিস্তারিত জানা যাবে। যদিও বর্ষীয়ান অভিনেতা এখন মানুষজনও চিনতে পারছেন। সামান্য কথাও বলছেন।

  
 ⁠

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হন তিনি। সেই সময় পেসমেকার বসে তাঁর। নির্দিষ্ট সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তাঁর অসুস্থতা নিয়ে বারবার ভুল খবর রটে যাওয়ায় বিরক্ত তাঁর পরিবার।

অভিনেতার মেয়ে জানিয়েছিলেন, “আশঙ্কাজনক অবস্থা। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছি”।