শত্রু সিনেমার ‘পুলিশ এই পুলিশ’ ডায়ালগটা মনে আছে আশা করি। এই সিনেমায় শিশু শিল্পীর এই ডায়লগ এবং অভিনয় দুইই মন কেড়েছিল দর্শকদের। কিন্তু তারপর হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন এই শিশু শিল্পী। তবে এখন তিনি আর শিশু নেই। এই ছোট্ট ছোট্টু এখন কী করেন জানেন?
জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর ছবি থেকেই সিনেমা জগতে যাত্রা শুরু এই শিশু শিল্পীর। মাস্টার তাপুর বাবা ছিলেন নৃপেন দে। তিনি টলিউডের একজন প্রযোজক। সেই সূত্রেই টলিপাড়ায় তার অবাধ যাতায়াত ছিল। তাপুর অভিনয়ে আসার গল্পটাও কিন্তু বেশ মজার।
শত্রু সিনেমার জন্য অঞ্জন চৌধুরী তখন একজন শিশু শিল্পীকে খুজছিলেন। সে সময় বাবার হাত ধরে স্টুডিওতে ঘোরাঘুরি করছিলেন তাপু। আর তাকে দেখে এক ঝলকে পছন্দ হয়ে যায় পরিচালকের। তারপর পরিচালক অঞ্জন চৌধুরী তাকে আসন্ন শত্রু সিনেমার জন্য একনজরে পছন্দ করে নেন। ব্যাস সেই থেকেই শুরু।
এরপর, ‘আশা ভালবাসা’, ‘একান্ত আপন’ এবং ‘প্রতিকার’র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করলেও শত্রু সিনেমায় ছোট্টু চরিত্রের জন্যই দর্শকমহলে আজও তিনি দারুন জনপ্রিয়। যদিও ছোটবেলায় যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন বড় হয়ে কিন্তু তার কোনটাই ধরে রাখতে পারেননি তিনি।তবে জানা যায় যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে একসময় পড়াশোনা করেছিলেন তিনি।এখন সেই ভাবে পর্দায় অভিনয় করতে দেখা যায় না তাকে।