মীরার ব্যক্তিগত জীবন নিয়ে ভয়ঙ্কর প্রশ্ন! জবাবে কী বললেন শাহিদ-পত্নী?

Published on:

ব্যাকআপ ড্যান্সার হিসেবে শুরু পথচলা! ফের একবার চর্চায় শাহিদ-মীরার ব্যক্তিগত জীবন

বলিউডে যে সমস্ত হ্যাপি কাপল রয়েছে তাঁদের মধ্যে অন্যতম শাহিদ কাপুর ও মীরা। একসময় শাহিদের ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা ছিল না, তবে মীরাকে বিয়ের পর থিতু হয়েছেন নায়ক। চুটিয়ে সংসার করছেন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে। এবার নিজের সংসার যাপন নিয়ে জবাব দিলেন শাহিদ পত্নী।

মীরাকে তেমন ভাবে বাইরের জগৎ সামলাতে দেখা যায় না। সংসার সন্তানদের নিয়েই দিন কাটাচ্ছেন তিনি। এতেই তাঁকে গৃহবধু তকমা দেগে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মীরা বলেন, “একজন গৃহবধূ বা মা হওয়াও কিন্তু বড় কাজ। হয়তো বাড়ির বাইরে গিয়ে কোনও কাজ করতে হয় না। এই কাজ করে অর্থ উপার্জন করা যায় না, এটাও ঠিক। তবে এটাও বড় কাজ। দম্পতিদের এক জন তখনই নিশ্চিন্তে কাজ করতে পারেন, যখন অন্য জন বাড়ির সবটা সামলে রাখেন। সন্তানকে ঘরে রেখে কাজে যেতে পারেন, যখন এক জন সব দায়িত্ব সামলে নেন”।

   
 ⁠

মীরার কথায়, “মানুষ আমাকে প্রশ্ন করত, কেন আমি ঘরে বসে আছি? কেন এই প্রজন্মের মেয়ে হয়েও কাজ করছি না? এই প্রশ্নটাই ঠিক নয়। এটা তো আমিই বেছে নিয়েছি। আমার মনে হয়েছে, এই সময়টা আমার সন্তানদেরই দেওয়া উচিত”।

  
 ⁠

শাহিদের থেকে মীরা ১৩ বছরের ছোট। সিনেমা জগতের সঙ্গে মীরার কোনও যোগযোগ নেই। শাহিদের সঙ্গে বিয়ের পর দিল্লি থেকে মুম্বইয়ে আসেন মীরা। ৯ বছর ধরে সুখে শান্তিতে সংসার করছেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।