সিরিয়াল

ফুলকি-পর্ণার যুগলবন্দি অভিনয়ে জমজমাট জন্মাষ্টমীর এপিসোড! সোনার গোপাল কি পাবে ফুলকি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। আর তার সঙ্গেই দর্শকদের আরো কাছাকাছি এসে গিয়ে ফুলকির নায়িকা দিব্যানি। মধ্যবিত্তের ঘরের লোক হয়ে উঠেছে সে।

মূলত বক্সিং কে কেন্দ্র করে নতুন ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছেন নবাগতা অভিনেত্রী। এক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছেন নায়িকা। কিন্তু তার শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে আয়োজকরা। এরপর এসে অনুরোধ জানাচ্ছে তাকে সুযোগ দেওয়ার জন্য। এর পরেই প্রোমোতে দেখা গিয়েছিল, অভিনেত্রীর মা অসুস্থ। তার ডায়ালাইসিস করতে হবে। এই প্রতিযোগিতায় জিতলে সে ১০ হাজার টাকা পাবে পুরস্কার হিসেবে। আর সেই টাকা দিয়ে ই সে আশা করেছে তার মায়ের চিকিৎসা করাবে। এই ভাবেই শুরু হয়েছিল ফুলকি। এখন রমরমিয়ে চলছে এই ধারাবাহিক।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে জমজমাট হতে চলেছে ফুলকির এপিসোড। ফুলকির সঙ্গে মহাপর্বে থাকছে নিম ফুলের মধুর পর্ণা দত্ত।আগামীকাল সম্প্রচার হবে এই পর্ব। ফুলকি আর পর্ণার যুগলবন্দি অভিনয়ে জন্মাষ্টমী স্পেশ্যাল পর্ব একেবারে জমে উঠবে।

ইতিমধ্যেই চ্যানেলের তরফে জন্মাষ্টমীর স্পেশাল পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রায় চৌধুরী বাড়িতে ধুমধাম করে মহা সমারোহে জন্মাষ্টমীর আয়োজন করা হয়। কিন্তু সেই দিনই সোনার গোপাল হারিয়ে যায়। এবার সেই গোপাল খুঁজতেই পর্ণা সাহায্য করবে ফুলকিকে। এখন দেখার পর্ণার সাহায্যে ফুলকি কত তাড়াতাড়ি সেই হারিয়ে যাওয়া গোপাল খুঁজে পায়।

অন্যদিকে,রাধা-কৃষ্ণের সাজে রোহিত-ফুলকিকে দেখা যাবে মহাএপিসোডে। মহামিলন পর্বে রোহিত-ফুলকি কাছাকাছি আসে কিনা সেটা ধারাবাহিক দেখলেই বোঝা যাবে।

Back to top button