বাঙালিদের চিরাচরিত প্রথা ভূত চতুর্দশীতে দুপুরে ভাতের পাতে চোদ্দ শাক আর রাতে চোদ্দ বাতি। এবার নিজের বাগানের ছাদেই চোদ্দ শাক ফলালেন মিমি। সেই নিয়েই আহ্লাদে আটখানা অভিনেত্রী।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
বুধবার ভূত চতুর্দশীর দিন নিজের ফ্ল্যাটের বারান্দায় চাষ করা বিভিন্ন শাক দিয়েই চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করছেন অভিনেত্রী। পালং, মেথি শাক থেকে শুরু করে রয়েছে আরও নানান শাক। এই শাক তোলার ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “নিজের লাগানো ১৪ শাক নিয়ে মাতামাতি”। এই ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। এর আগেও বাড়ির ছাদে জামরুল চাষ করেছিলেন তিনি। সেই ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী।
কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে এখন ব্যস্ত মিমি চক্রবর্তী। তার জীবনে এখন প্রেম, ভালবাসা কিংবা বিয়ের কোনও জায়গা নেই। একেবারে বিন্দাস মুডে রয়েছেন। পশুদের নিয়ে তো সময় কাটাতে ভালবাসতেনই অভিনেত্রী। এখন ভালোবাসার সেই তালিকায় জুড়েছে চাষাবাদ।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, নিজেই বাঁশের উপর উঠে গাছ থেকে জামরুল পারছেন মিমি। যত্নের ফল দেখে মিমির চোখেমুখে খুশি ঝরে ঝরে পড়ছে। অভিনেত্রী বলছেন, “নিজে হাতে গাছ লাগিয়ে ফল ধরার জন্য অপেক্ষা করার আনন্দই আলাদা”।
বর্তমানে রাজনীতি থেকে খানিকটা অব্যাহতি নিয়ে চুটিয়ে অভিনয় করছেন। এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ এবং পশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।