আমি মালিক নই, এখান থেকেই শুরু হোক! হঠাৎ কীসের আত্মোপলব্ধি মিমির?

Published on:

বারান্দাতেই ১৪ শাকের চাষ! ভিডিও শেয়ার করে উচ্ছ্বসিত মিমি

মিমি ব্যস্ত তাঁর কেরিয়ার নিয়ে। চুটিয়ে কাজ করছেন। এই বছরে মুক্তি পেয়েছে বলিউডে মিমির প্রথম ছবিও। সব মিলিয়ে যে কেরিয়ারেই এখন মন দিতে চান নায়িকা। বিয়ে-প্রেম কোনও কিছুতেই এখন আগ্রহ নেই তাঁর। বরং কীভাবে আরও ভালো কাজ করবেন সেদিকেই নজর দিতে ব্যস্ত অভিনেত্রী। কিন্তু এর মধ্যেও একজনকে ভীষণ ভালোবাসেন তিনি। তাঁকে ছাড়া ঘুম আসেনা অভিনেত্রীর একেবারেই। তাঁর সংসার যেন অসম্পূর্ণ তাঁকে ছাড়া। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেকথা।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় অভিনেত্রী। প্রায় সব কিছুই পোস্ট করে থাকেন তিনি সমাজ মাধ্যমে। এবার তেমনই এক কথা জানালেন। এবার এক অন্যস্বাদের পোস্ট করে সকলের নজর কাড়লেন তিনি। সাধারণত ব্যক্তি জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি। এবার জীবনের এই ব্যক্তিগত দিক নিয়েই লিখলেন তিনি।

   
 ⁠

অভিনেত্রীর পোষ্য প্রেমের কথা অজানা নয় কারোর। এবার পোষ্যের সঙ্গে এক মিষ্টি পোস্ট শেয়ার করে সকলের নজর কাড়লেন তিনি। এক হিন্দির গানের সঙ্গে শেয়ার করলেন মিষ্টি মুহূর্ত। ক্যাপশনে লিখলেন, ‘এই গানের কথা গুলো আমার মনে বিঁধে রয়েছে। এটা অনুভবই করা যাবে না যদি না কারও হৃদয় ওদের জন্য স্পন্দিত হয়। আর আমি সারমেয়র মা, মালিক নই। এখান থেকেই শুরু হোক। ওরা অমূল্য।’

  
 ⁠

বর্তমানে রাজনীতি থেকে খানিকটা অব্যাহতি নিয়ে চুটিয়ে অভিনয় করছেন। এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ এবং পশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।