নিখুঁত হওয়া সম্ভব নয়! আত্মোপলব্ধি করে কী জানালেন মিম চক্রবর্তী?

Published on:

নিখুঁত হওয়া সম্ভব নয়! আত্মোপলব্ধি করে কী জানালেন মিম চক্রবর্তী?

নিজেকে সুন্দর দেখানোর জন্য মানুষ কত কিনা করে। একটু মোটা থেকে রোগা হওয়ার জন্য আমরা অনেক সময় ভুলভাল ডায়েট এবং অনেক ওষুধ খেয়ে থাকি। যাতে আখেরে ক্ষতি হয় আমাদেরই। তবে শুধু সাধারণ মানুষ নয় তারকা সংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও এমনটাই করেছিলেন। অভিনেত্রী নিজেই স্বীকার করলেন সেই কথা।

গ্ল্যামার জগতে টিকে থাকতে গেলে সৌন্দর্য প্রাধান্য পায় সবার আগে। তাই নিজেকে মেন্টেন করাটা খুবই জরুরী। নায়িকা হওয়ার জন্য কি কি কসরত তাকে করতে হয়েছে সেই জার্নির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিমি চক্রবর্তী। এমনকি তাকে বিভিন্ন জায়গা থেকে সমালোচনা শুনতে হয়েছে বলেও জানান তিনি।

   
 ⁠

অভিনেত্রী জানান, রোগা হওয়ার জন্য তিনি ইনজেকশন পর্যন্ত নিয়েছেন। ভুলভাল ডায়েট অনুসরণ করেছেন। এমনকি না খেয়েও থেকেছেন বহু সময়। বহু মানুষ তাকে দেখে কালো মোটা বলত। তার নিজেরও পছন্দ হতো না নিজের ছবি। কিন্তু দিনশেষে তিনি বুঝেছেন এই সমস্ত কিছুরই গুরুত্ব নেই।

  
 ⁠

অভিনেত্রী আরো জানান, কখনো এই নিখুঁত হওয়া সম্ভব নয়। এখন মুখে একটা ব্রণ হলেও তিনি আনন্দের সঙ্গে উপভোগ করেন। তেমনি ফিল্টার ছাড়াই ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। তার অনুগামীদের প্রতি তার বার্তা, নিজেকে ভালোবাসা ও ভালো রাখাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।