গসিপ

কবে বিয়ে করবেন আপনি? ভক্তের প্রশ্নের জবাবে কী বললেন মিমি চক্রবর্তী?

রাজনীতির সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। কিন্তু এর মধ্যেই তাকে বারবার যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে বড্ড বিরক্ত তিনি। তার সমসাময়িক সকলে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। ফলে তার কাছে বারবার ধেয়ে আসছে বিয়ে করার প্রশ্ন। অনুরাগীরা বারবার জানতে চাইছেন তিনি কবে বিয়ে করবেন।

সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তরের খেলায় মেতে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানেই একের পর এক প্রশ্ন করতে থাকেন তার ভক্তরা। একজন প্রশ্ন করে বসেন কবে বিয়ে করবেন তিনি। তবে এই প্রশ্নেরও পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন কি জন্য বিয়ে করবেন।

এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ রাজনীতি এবং পরশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।

ইতিমধ্যেই মিমি চক্রবর্তীর গাওয়া গান প্রকাশ পেয়েছে। এবার আরো একটি গান গেয়ে ফেলেছেন তিনি। এবার তার গলায় ফের শোনা যাবে রবীন্দ্র সংগীত। কিছুদিন পরেই মিমি চক্রবর্তীর গলায় ফের নতুন রবীন্দ্র সংগীত শোনা যাবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইতিমধ্যেই শেষ হয়েছে রক্তবির ছবির শুটিং। জানা গিয়েছে এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন তিনি।

Back to top button