অভিনেত্রী হওয়ার কথা বলতেই জুটত বিদ্রুপ! মুখের উপর জবাব দিয়ে সাফল্য আজ হাতের মুঠোয়

Published on:

অভিনেত্রী হওয়ার কথা বলতেই জুটত বিদ্রুপ! মুখের উপর জবাব দিয়ে সাফল্য আজ হাতের মুঠোয়

লাইট, ক্যামেরা না বুঝলেও সিনেমা, ধারাবাহিক ছোট থেকেই খুব আকৃষ্ট করতো জলপাইগুড়ির মফসসলের একরত্তি মেয়েকে। মাকে ডেকে এসে বলতো টিভির ভেতরে যা যা হয় সেও একদিন সে সমস্ত কিছু করবে। অভিনেত্রী মিমি চক্রবর্তী অবশ্য তাই করেছেন।

ছোট থেকেই জ্ঞান জ্ঞান ছিল অভিনয়। তাই বড় হয়ে বেছে নিয়েছেন সেই পেশাকে। ছোটবেলায় টিভির সিরিয়াল এক পলকে দেখতো সে। আর মাকে বলতো এই টিভির ভিতরে যা যা জিনিস হচ্ছে সবকিছু সে করতে চায়। মা অবশ্য তখন বলতো মন দিয়ে পড়াশোনা করলে এ সমস্ত কিছু সফল হবে।

   
 ⁠

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলায় যখন তাকে কেউ জিজ্ঞেস করত সে বড় হয়ে কি হতে চায়? সব সময় তার মুখে উত্তর তৈরি থাকত যে সে অভিনেত্রী হবে। অনেকে যখন এই কথা শুনে হাসত অনেকে আবার বিদ্রুপও করতো।

  
 ⁠

অভিনেত্রী নিজের পুরনো কথা তুলে ধরে জানান, তার ইচ্ছে ছিল স্কুল শেষ করে নয় কলকাতায় নয়তো মুম্বাইয়ে বাকি পড়াশোনা করবেন। এমনকি বাবাকে সেই মত জানিয়েও রেখেছিলেন তিনি। হুঁশিয়ারি সুরে বলেছিলেন বাবা অনুমতি না দিলে তিনি পালিয়ে আসবেন। শেষ পর্যন্ত তার জেলের কাছে হার মানেন তার মা বাবা। কলকাতায় এসে নিজের ক্যারিয়ার গড়তে সফল হন অভিনেত্রী।