এই বিশেষ কারণেই মিমিকে প্রেমিকা হিসেবে পছন্দ করত না পুরুষরা! ছোটবেলার গোপন রহস্য জানালেন অভিনেত্রী

Published on:

এই বিশেষ কারণেই মিমিকে প্রেমিকা হিসেবে পছন্দ করত না পুরুষরা! ছোটবেলার গোপন রহস্য জানালেন অভিনেত্রী

নিজের কাজ নিয়েই ব্যস্ত মিমি চক্রবর্তী। কিন্তু এর মধ্যেই তাকে বারবার যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে বড্ড বিরক্ত তিনি। তার সমসাময়িক সকলে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। ফলে তার কাছে বারবার ধেয়ে আসছে বিয়ে করার প্রশ্ন। অনুরাগীরা বারবার জানতে চাইছেন তিনি কবে বিয়ে করবেন।

এক পুরোনো সাক্ষাৎকার নতুন বছরে সকলেই কিছু না কিছু রেজোলিউশন নিয়ে থাকেন। মিমিকে সে কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আলাদা করে কোনও রেসোলিউশন নেই। সারা বছরের জন্য রেসোলিউশন নিই, এবং সেটা মেনে চলাতেই বিশ্বাসী”। অপরদিকে ইন্ডাস্ট্রিতে তাঁর প্রিয় বন্ধু কে জানতে চাইলেও পরিবারের নামই করেছেন তিনি।

   
 ⁠

সম্প্রতি বিয়ে নিয়ে একের পর এক প্রশ্ন আসছে তার কাছে। তিনি কবে বিয়ে করবেন সেই উত্তর জানতে মরিয়া ভক্তরা। তবে এই প্রশ্নেরও পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা যাঁরা বিয়ে করেছেন বা করবেন, সবাইকে জানাই অভিনন্দন”। তাঁর কথায়, বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক, কী রুপোলি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাঁকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মত সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি? উত্তর হল, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?”

  
 ⁠

বেশ অনেক বছর আগে ‘অপুর সংসার’শো-এ অতিথি হিসাবে এসেছিলেন মিমি। সেখানেই নিজের ছোটবেলার প্রেমের কথা তোলেন নায়িকা। মিমি বলেন, “আমার ছোটবেলায় কোনও দিন প্রেম হয়নি। আমার মধ্যে মেয়ে সুলভ কোনও আচরণই কেউ দেখতে পেত না । তাই ছোট থেকে কোনও প্রেমই হয়নি আমার সেভাবে”।

এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ এবং পশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।