গসিপ

‘হ্যাপিলি সিঙ্গল’ কিন্তু ‘রেডি টু মিঙ্গল! নিজের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মিমি চক্রবর্তী

রাজনীতির সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। কিন্তু এর মধ্যেই তাকে বারবার যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে বড্ড বিরক্ত তিনি। তার সমসাময়িক সকলে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। ফলে তার কাছে বারবার ধেয়ে আসছে বিয়ে করার প্রশ্ন। অনুরাগীরা বারবার জানতে চাইছেন তিনি কবে বিয়ে করবেন।

সম্প্রতি বিয়ে নিয়ে একের পর এক প্রশ্ন আসছে তার কাছে। তিনি কবে বিয়ে করবেন সেই উত্তর জানতে মরিয়া ভক্তরা। তবে এই প্রশ্নেরও পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক, কী রুপোলি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাঁকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মত সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি? উত্তর হল, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?”

আরও পড়ুন: ঠোঁট জড়িয়েছে ঠোঁটে! হবু বউয়ের সঙ্গে চুম্বনের ছবি দিতেই ট্রোলড সৌম্য, পাল্টা দিলেন গায়কও

এরপরেই খানিকটা বিরক্ত হয়ে তিনি বলেন, “বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। আমি যখন কারও ব্যক্তিগত জীবনে নাক-গলাই না, তাহলে মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত ভাবনা কেন? কিন্তু আমি ” হ্যাপিলি সিঙ্গল’ অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’।”

আরও পড়ুন: এমন বউ পেলে একমাস…. নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে রাখবো! স্লিভলেস ব্লাউজে তিথিকে দেখেই ফিদা ভক্তকূল

এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ রাজনীতি এবং পশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।

Back to top button