এতদিন পর কোনও অভিনেত্রীর ভালো গলা শুনলাম! মিমির রবীন্দ্রসঙ্গীত শুনে আপ্লুত দর্শক

Published on:

এতদিন পর কোনও অভিনেত্রীর ভালো গলা শুনলাম! মিমির রবীন্দ্রসঙ্গীত শুনে আপ্লুত দর্শক

নিজের কাজ নিয়েই ব্যস্ত মিমি চক্রবর্তী। রাজনীতি থেকে এখন শতহস্ত দূরে তিনি। অভিনয়ের পাশাপাশি গানেও যে তিনি দক্ষ সে বিষয়টি আরো একবার প্রমাণিত হলো বোলপুরের এক অনুষ্ঠানে গিয়ে। দর্শকদের থেকে প্রশংসা পেয়ে আপ্লুত অভিনেত্রী।

সম্প্রতি বোলপুরে একটি অনুষ্ঠানে গিয়ে গান গেয়েছেন মিমি। রবীন্দ্র সংগীত আমার পরানো যাহা চায় গানটি শোনা গিয়েছে তার গলায়। এই গান শুনে আপ্লুত দর্শকরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় এই গানের ভিডিও শেয়ার করতেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।

   
 ⁠

শোয়ের পর মিমি তাঁর অনুভূতি শেয়ার করে ভিডিয়োটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ বোলপুর”। কমেন্ট করে একজন লিখেছেন, “তোমার গলা খুব সুন্দর”। কেউ মন্তব্য করেছেন, “এতদিন পর কোনও অভিনেত্রীর এমন ভাল গলা শুনলাম”।

  
 ⁠

এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ এবং পশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।