আজকের সফল অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনয় জগতে উত্থান ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। গানের ওপারে ধারাবাহিকের পুপে চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। এবার সেই পুরোনো অভিজ্ঞতাই ভাগ করে নিলেন অভিনেত্রী মিমি।
মিমি চক্রবর্তী জানিয়েছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অডিশন দিতে গিয়েছিলেন। সেখানে অনেকের মাঝে তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক। এদিকে ঋতুপর্ণ ঘোষকে সামনে থেকে দেখে মুগ্ধ হয়ে পরেন মিমি। পরিচালক প্রায়ই তাঁর বাড়িতে মিমিকে ডেকে পর্দায় পুপে হয়ে ওঠার ট্রেনিং দিতেন।
অভিনেত্রী জানান, একেবারে হাতে ধরে মিমিকে তৈরি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। পুপে কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে সেই সব কিছু হাতে ধরে শিখিয়েছিলেন পরিচালক। সাদামাটা শাড়ির সঙ্গে কপালে কালো টিপ ও চোখে মোটা কাজলই যেন ছিল পুপে হয়ে ওঠার ইউএসপি।
গানের ওপারে ধারাবাহিকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। পুপের চরিত্রে মিমির অভিনয় আজও মনে রেখেছে দর্শক।