অভিন্ন হৃদয় বন্ধুত্ব থেকে হঠাৎই বাড়ল দূরত্ব! কেন ছেদ পড়ল মিমি-নুসরতের বন্ধুত্বে?

Published on:

বনুয়া থেকে হঠাৎই বাড়ল দূরত্ব! নুসরতের গোপন কথা ফাঁস করলেন মিমি

কথায় আছে টলিউডের নায়িকারা কখনো ভালো বন্ধু হন না। কিন্তু অতীতে দেখা গিয়েছে নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী একেবারে বন্ধু থেকে বনুয়া হয়ে উঠেছিলেন। কিন্তু সেই বন্ধুত্বেও চির ধরেছে। দুজনেই ব্যস্ত এখন দুজনের জীবন নিয়ে।

একটা সময় তাঁদের সব সময় একসঙ্গে দেখা যেত। কিন্তু এখন দিন বদলেছে।ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যায়, দুজনের মধ্যে কমেছে সাক্ষাৎ। দুই অভিনেত্রীর মধ্যে একসময়ে অভিন্ন হৃদয়ের বন্ধুত্ব ছিল।

   
 ⁠

বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে সংসার করছেন নুসরত। তাঁর একটি পুত্র সন্তানও রয়েছে, আপাতত সংসার ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত তিনি। যদিও নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন তাঁরা। নতুন ছবিও বেরিয়েছে এই বছর।

  
 ⁠

অপরদিকে মিমিও ব্যস্ত তাঁর কেরিয়ার নিয়ে। চুটিয়ে কাজ করছেন। এই বছরে মুক্তি পেয়েছে বলিউডে মিমির প্রথম ছবিও। সব মিলিয়ে যে কেরিয়ারেই এখন মন দিতে চান নায়িকা। বিয়ে-প্রেম কোনও কিছুতেই এখন আগ্রহ নেই তাঁর। বরং কীভাবে আরও ভালো কাজ করবেন সেদিকেই নজর দিতে ব্যস্ত অভিনেত্রী।

একসময়ে দেখা গিয়েছিল নুসরত ও মিমি বন্ধু থেকে বনুয়া হয়ে উঠেছিলেন। তবে দুই ‘বোনুয়া’র সেই রসায়ন যে আজ খানিক ফিকে সে কথা প্রায় সকলেরই জানা। যোগাযোগ প্রায় নেই বললেই চলে। দুজনের রাজনীতিতেও পা দেওয়া ছিল একই সঙ্গে। কিন্তু কবে আবার তাঁদের মধ্যে সব কিছু স্বাভাবিক হবে সেই আশাতেই রয়েছেন অনুরাগীরা।