একটা বছরের শেষ। আরও একটা বছরের শুভ সূচনা। কেউ নতুনকে স্বাগত জানাতে ব্যস্ত আবার কেউ পুরনো বছরের স্মৃতিচারণে দিলেন ডুব। তেমনি দেখা গেল একসময়ের প্রিয় দুই বন্ধুর ছবি। নুসরাত যখন একদিকে পার্টির আনন্দে মত্ত ঠিক তখনই মিমি ফিরে দেখলেন পুরনো বছরকে।
নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি নুসরত জাহান। ৩১ ডিসেম্বরের রাতে নায়িকার মনে একটাই কথা, ‘পার্টি তো বনতা হ্যায়।’ এক ভিডিও আপলোড করে তিনি দেখালেন কিভাবে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন। কালো পোশাকে সেজেছেন তিনি। উজ্জ্বল সোনালি কাজের সঙ্গে ম্যাচিং জুয়েলারি। হাতে ছিল স্ট্রবেরি আর ওয়াইনের গ্লাস।
অপরদিকে মিমি তখন পুরনো ভিডিও শেয়ার করে ২০২৪ এর স্মৃতিতে ডুব দিয়েছেন। সেরা মুহূর্তগুলোর স্মৃতি শেয়ার করলেন টলিউডের ‘দুষ্টু কোকিল’।বাংলাদেশের ‘ভাইজান’ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে তুলেছেন ‘তুফান’। সেই সমস্ত স্মৃতিই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
মিমি-নুসরাত দুজনেই এখন রাজনীতি থেকে বহু দূরে। ইতিমধ্যেই নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন নুসরাত। মিমিও নিজের কাজ এবং মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত।