মিমির মনের মানুষকে? অনুরাগীর আবদারে কী জবাব দিলেন অভিনেত্রী?

মিমি চক্রবর্তী টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ। এই জনপ্রিয় অভিনেত্রীর মনের মানুষকে তা নিয়ে প্রশ্ন সকলের। অভিনেত্রী আদৌ প্রেম করছেন? করলেই বা তিনি কে তা জানতে উৎসুক ভক্ত মহল। এবার এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক প্রশ্ন উত্তর খেলা শুরু হয়েছে। সেখানে ভক্তদের নানান ধরনের প্রশ্ন উড়ে আসছে। আর তারই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন মিমি। তার মধ্যে এক ভক্ত জিজ্ঞেস করেছেন তার মনের মানুষের নাম। এই শুনে যা উত্তর দিয়েছেন অভিনেত্রী শুনলে চমকে যাবেন আপনি।
তাকে যখন তার প্রেমিকের নাম জিজ্ঞেস করা হয়, তিনি তখন খানিক হেসে তিনি বলেন, “আমিও দেখতে চাই।” এরপরে তার পাল্টা প্রশ্ন, “বিএফ মানে কি? বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড?আমার মনে হয়, উনি আমার প্রেমিকের কথা জানতে চাইছেন। তাকে আমিও দেখতে চাই।” যদিও তার কথায় তিনি বোঝাতে চাইলেন তার বয়ফ্রেন্ড নেই কিন্তু ভক্তদের কৌতুহল কিন্তু নিরসন হয়নি।
রাজনীতির সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। কিন্তু এর মধ্যেই তাকে বারবার যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে বড্ড বিরক্ত তিনি। তার সমসাময়িক সকলে স্বামী সন্তান নিয়ে সংসার করছেন। ফলে তার কাছে বারবার ধেয়ে আসছে বিয়ে করার প্রশ্ন। অনুরাগীরা বারবার জানতে চাইছেন তিনি কবে বিয়ে করবেন।
সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তরের খেলায় মেতে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানেই একের পর এক প্রশ্ন করতে থাকেন তার ভক্তরা। একজন প্রশ্ন করে বসেন কবে বিয়ে করবেন তিনি। তবে এই প্রশ্নেরও পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। তিনি পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন কি জন্য বিয়ে করবেন।
এই মুহূর্তে কাজ ছাড়া কিছুই ভাবছেন না তিনি। নিজের কাজ রাজনীতি এবং পশুদের নিয়েই মেতে রয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ভিডিও তৈরীর জন্য ব্যস্ত নায়িকা তাই আপাতত বিয়ের দিকে ধ্যান জ্ঞান নেই তার।