বলিউড টলিউডের একসঙ্গে চুটিয়ে রাজ করছেন মিঠুন চক্রবর্তী। তার সাফল্য আকাশছোঁয়া হলেও মহাগুরুর ছেলেরা কিন্তু তেমনভাবে সফলতা অর্জন করতে পারেননি। বাবার মতো সুপারস্টার তো দূরের কথা তার ধারে কাছেও যেতে পারেননি মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো। আর এই নিয়ে পরিবারের বেশ কিছু অজানা কথা এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন মহাগুরুর ছেলে নিজেই।
২০০৮ সালে জিমি নামে একটি বলিউড ছবির মধ্যে দিয়ে ডেবিউ করেন মিমো। সেই ছবি প্রচারের জন্য একেবারে ঝাপিয়ে পড়েছিলেন মহাগুরু। কিন্তু সেই ছবি সুপারহিট তো দূরের কথা বক্স অফিসে সেইভাবে প্রভাবই ফেলতে পারেনি।
এরপরেই নানান সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সারাক্ষণ প্রায় তুলনা টানা হত বাবার সঙ্গে। সমালোচনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মিমো সহ মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী উভয়েই। পরিবারের ওপর সৃষ্টি হয়েছিল মানসিক চাপ।
এই প্রসঙ্গে মিমো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ” অডিশন দিয়েছি, ব্যর্থ হয়েছি। টিভি সিনেমা সব জায়গায় গিয়ে অডিশন দিয়েছি। যে তিনটে ছবি করেছি সেটাও নিজের যোগ্যতায়। নিজের কাজ নিয়ে আমি গর্বিত।”