নব্বইয়ের দশকের সেরা খল নায়িকা! এখন কী করছেন মীনাক্ষী গোস্বামী?

Avatar

Published on:

নব্বইয়ের দশকের সেরা খল নায়িকা! এখন কী করছেন মীনাক্ষী গোস্বামী?

বাংলা সিনেমায় একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন মীনাক্ষী গোস্বামী। বেশিরভাগ সময় থাকে দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু ৯০ এর দশকে পর থেকে তাকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায় নি।

বর্তমানে তিনি যেন ভুলে যাওয়া একটি নাম। ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ভুলতে বসেছে তাঁকে। কিন্তু একটা সময় বাংলা সিনেমায় জনপ্রিয় খলনায়িকা ছিলেন তিনি। তাঁকে চেনেন না এমন সিনেমা প্রেমী পাওয়া মুশকিল।

   
 ⁠

জানা যায়, অভিনেত্রী নয় বরং অ্যাথলেট হতে চেয়েছিলেন। খেলাধুলায় যথেষ্ট পারদর্শী ছিলেন। খেলার জন্য একসময় তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর রাশিয়া। ‌খুব ভালো সাঁতার কাটতেন মীনাক্ষী। ভালো খেলতেন ভলিবল।

  
 ⁠

এলাহাবাদে জন্ম এই অভিনেত্রীর। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মীনাক্ষী গোস্বামী। এরপর অভিনয় এবং নাচ শিখে নিজেকে অভিনেত্রী হিসেবে তৈরি করেন। উত্তম কুমারের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’-তে অভিনয় করে সবার নজরে আসেন মীনাক্ষী গোস্বামী। এরপর একে একে মেঘ মুক্তি’, ‘তনয়া’, ‘ছোট বউ’, ‘অপরূপা’, ‘দুটি পাতা’, ‘অমর গীতি’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০১২ সালে প্রয়াত হন অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী। বাংলা ছবির জগতে তাঁর অবদান ভোলার নয়।