মির্জার সাফল্যের রেশ ধরেই মির্জা ২ ছবির ইঙ্গিত দিলেন অঙ্কুশ হাজরা। কেমন ছবি দর্শকরা দেখতে চান সেই বিষয়ে ইতিমধ্যেই মতামত জানতে চেয়েছিলেন অভিনেতা তথা ছবির প্রযোজক। মির্জা এই ছবি বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছিল। তাহলে কি এবার মির্জা ২ নিয়ে আসতে চলেছেন তিনি?
মির্জা ২ কবে আসছে? কবে থেকে শুরু হবে শুটিং?এই সব কিছুর প্রশ্নে একটাই জবাব দিয়েছেন তিনি। শুধু জানিয়েছেন, প্রস্তুতি চলছে। অর্থাৎ ইতিবাচক ইঙ্গিতই মিলেছে তাঁর তরফে।
আগামী জুন মাসেই হয়তো মির্জার সিক্যুয়েল শুরু হতে পারে। এই ছবিতে দেখা মিলতে পারে যিশু সেনগুপ্তর। সঙ্গে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী অনামিকা সাহাকে। ইতিমধ্যেই নিজের নতুন লুকের জন্য কসরত শুরু করে দিয়েছেন অঙ্কুশ।
অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছিলেন, “কোন ছবি হলে দর্শক হবে খুশি। ‘মির্জা’র মতো ফের অ্য়াকশন ছবি নাকি রোমান্টিক কমেডি, ফ্যামিলি এন্টারটেনমেন্ট, ড্রামা! সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে অঙ্কুশ আরও লিখলেন, ”মির্জার পর ছুটি কাটানো শেষ। পরের কাজের পরিকল্পনা শুরু। আবার এক নতুন যুদ্ধের জন্য তৈরি হওয়া”।
অভিনেতা আরও লেখেন, “মির্জা পার্ট ২তে আরও বেশি উগ্রতা, গভীরতা, ট্যুইস্ট, ভালোবাসা, মজা, বিনোদন আর অ্যাকশন অবশ্যই বেশি থাকবে। বেশ তাহলে খুব শিগগিরিই দেখা হবে”।
প্রোযোজনায় হাত পাকাচ্ছেন অঙ্কুশ। আগের ছবি তেমন হিট না হলেও মির্জা মনে ধরেছিল দর্শকদের। অঙ্কুশ ঐন্দ্রিলার জুটিও বেশ পছন্দ করছেন তাঁরা।