সিরিয়াল

ঝাঁকড়া চুলের ‘সোনাকে’ বাস্তবে কেমন দেখতে? রইল অদেখা ছবি

এখন দারুন চলছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এই সিরিয়ালের খুদে দুই চরিত্র সোনা ও রূপা দাপিয়ে অভিনয় করছে। আর এই দুই শিশু শিল্পীর অভিনয়ে কার্যত মুগ্ধ দর্শক মহল। তাঁদের ডায়লগ বলার ধরন, অভিনয়ের দক্ষতা দর্শকদের টিভির সামনে বসিয়ে রাখতে বাধ্য করে।

ধারাবাহিকে সোনার চরিত্রে যে অভিনয় করছে তার আসল নাম মিশিতা রায় চৌধুরী। ডাক নাম মিশকা। ধারাবাহিকের খল নায়িকার সঙ্গে তার নাম মিলে গিয়েছে। সিরিয়ালে এই খুদেকে দেখানো হয়েছে শ্যামবর্ণ হিসেবে। কিন্তু বাস্তবে তার রূপদেখলে চমকে যেতে হয়।

মিষ্টি মেয়ে এই মিশিতা কিন্তু বেশ দুষ্টু। শুটিং ফ্লোরের পাশাপশি বাড়িতেও দারুন দুষ্টুমি করে সে। তবে দুষ্টুমি করলেও খুব বুঝদার।প্রয়োজনের বেশি আবদার কখনোই করে না সে।

তবে ছোট হলে কী হবে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলেছে সে। তাতে দেখা যায় মিশিতা রিল বানাচ্ছে। ফ্লোরে সকলকে মাতিয়ে রাখে মিশিতা। মডেলিং করতে করতেই সুযোগ আসে প্রথম ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে। প্রথম কাজেই তাক লাগিয়ে দিয়েছে এই খুদে অভিনেত্রী।

Back to top button