সিরিয়াল

এই হল আমার সন্তান! বিয়ের চার মাসের মধ্যেই মা হলেন মিষ্টি সিং, সোশ্যাল মিডিয়ায় দিলেন ছবি

বিয়ের মাত্র চার মাস হয়েছে। এর মধ্যেই বেবী বাম্পের ছবি দিয়েছিলেন অভিনেত্রী মিষ্টি সিংয়ের। সেই ছবি দেখেই কৌতুহল বেড়েছিল দর্শকদের মধ্যে। এবার সন্তানের ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিতে দেখা গিয়েছিল, লাল সালওয়ার কামিজ পরে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। যদিও রিয়েল লাইফে নয়। রিল লাইফে অন্তঃসত্ত্বা তিনি। বাংলা মিডিয়াম সিরিয়ালে তাকে দেখা যাবে সুহানার চরিত্রে।

এবার নিজের ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী। বাংলা মিডিয়াম ধারাবাহিকের শিশু শিল্পীর সঙ্গে ছবি দিয়ে মিষ্টি লিখলেন, “এই হল আমার সন্তান। খুব দ্রুত এই মা হওয়ার জার্নিটা। আশা করি আপনারা সব পর্ব দেখে মজা পাচ্ছেন”।

এর আগে ওই বেবী বাম্পের ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, “আজ থেকে সুহানার চরিত্রে থাকছি বাংলা মিডিয়ামে। নতুনভাবে নতুন লুক নিয়ে হাজির হচ্ছি। @logontosusanta তোমাকে অনেক ধন্যবাদ। আমার উপর বিশ্বাস রাখার জন্য আর বারবার সুন্দর চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য। বাংলা মিডিয়াম দেখতে থাকুন”।

Back to top button