বাবার জন্য প্রার্থনা করো! মা-হারা ভক্তের আবদারে তড়িঘড়ি কী করলেন মিঠাই?

নিজের প্রিয় তারকাদের কাছে কত কিছুই না আবদার করেন ভক্তরা। কোনও কোনও তারকা সেই আবদার রাখেন আবার কেউ ভক্তদের সেই কথাকে গুরুত্ব দেন না। তবে এবার মিঠাই ওরফে সৌমিতৃসার কাছে এক ভক্ত যা আবদার করলেন তা শুনে তড়িঘড়ি উত্তর দিলেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে এক ভক্ত নায়িকার উদ্দেশ্যে লিখেছেন, “দিদি আমার বাবা খুব অসুস্থ। কমাতে রয়েছেন একটু ওনার জন্য প্রার্থনা করবে প্লিজ”। এই মেসেজ দেখে তড়িঘড়ি উত্তর দিয়েছেন অভিনেত্রী। পাল্টা প্রতিউত্তরে তিনি লিখেছেন, “অবশ্যই, বাবা লোকনাথকে বলো সব বিপদ কেটে যাবে। আমি প্রার্থনা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।”
এরপর সেই ভক্ত আবার কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, “তুমি যে প্রার্থনা করেছে এটাই অনেক। আসলে আমি তো অনেক ছোট বয়সে মা’কে হারিয়েছি। বাবাকে ছাড়া থাকার কথা ভাবিইনি”। এরপরে সৌমিতৃষা উত্তর দেন, “ভগবান বাবাইকে কেড়ে নেবেন না মা। ভগবানকে ডাকো রোজ। ঠিক হয়ে যাবে বাবা”। অভিনেত্রীর এই ব্যবহারে আপ্লুত তার অনুরাগীরা।
সদ্য শেষ হয়েছে মিঠাই সিরিয়াল। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিচ্ছেন সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই দেবের প্রধান ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সৌমিতৃষা।বহুদিন থেকেই এই সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাতেই শিলমোহর দিয়েছেন অভিনেত্রী। দেবের নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ শেষের আগেই নতুন কাজের কথা জানিয়েছেন তিনি। অভিজিৎ সেন পরিচালিত একটি ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে পর্দার ‘মিঠাই’কে।