সিরিয়াল

অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিতে আসছে ‘মিঠিঝোরা! নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই

জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। পরপর দুটো ধারাবাহিক আসায় কার্যত একটু অবাক দর্শক মহল। দুটো ধারাবাহিকেরই টাইম স্লট বলে দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর থেকে শুরু হবে। এই নতুন ধারাবাহিক মিঠিঝোরা দেখানো হবে রাত ৯.৩০ টা থেকে।

এদিকে প্রশ্ন উঠছে, রাত সাড়ে ন’টায় ‘মিঠিঝোরা’ সম্প্রচারিত হলে মিলি কখন দেখা যাবে? কারণ শুরু মনে করা হয়েছিল ৯টার পরিবর্তে সাড়ে ৯টায় দেওয়া হবে খেয়ালি-অনুভবের শো-কে। তবে এখন স্পষ্ট হল, গৌরী এলো-র স্লট পেতে চলেছে এই মেগা। অর্থাৎ ২৭শে নভেম্বর থেকে রাত ১০.০০টায় সম্প্রচারিত হবে মিলি।

এতদিন টিআরপি তালিকায় এক নম্বরে নিজেদের অবস্থান ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। মনে করা হচ্ছে এবার সেই ধারাবাহিককে টেক্কা দিতেই এই মিঠিঝোরার আগমন। তিন বোনের অটুট বন্ধনের গল্প নিয়ে এই ধারাবাহিক।

প্রোমো দেখে যা বোঝা যাচ্ছে তাতে, বড় বোনের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎই তাদের বাবা অসুস্থ হয়ে পড়ায় বাড়ির দায়িত্ব নেয় বড় বোন। সে তার হবু বরকে গিয়ে মেজো বোনকে বিয়ে করার জন্য অনুরোধ করেন। পরিবারকে বাঁচাতে নিজের বিয়ে ভেঙে দেয় সে।

Back to top button