বিনোদন

পুত্রবধূদের মায়ের জায়গা নিতে পারবো না! বিয়ের আগেই ছেলেদের দিয়েছিলেন এই কঠিন শর্ত

কিছুদিন আগেই দ্বিতীয়বারের জন্য দাদু ঠাকুমা হয়েছেন সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী। তাদের ছোট ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শাশুড়ি বৌমার মধ্যে বনিবনা হচ্ছে না। নিত্য অশান্তি প্রায় লেগেই থাকছে। তাই এই সমস্ত ঝামেলা যাতে না হয় তার জন্য আগে থেকেই বিয়ের আগে ছেলেদের এক শর্ত দিয়েছিলেন তার মা। জানিয়ে দিয়েছিলেন যদি আলাদা থাকতে পারেন তবেই যেন তারা বিয়ে করেন। ছেলে-বউমাদের নিজের মনের মতো করে গুছিয়ে সংসার করার সুযোগ দিয়েছেন।

আরও পড়ুন:বড় বড় চোখ, মোটা গোঁফ! অসুরের অট্টহাসিতে কাঁপত টেলিভিশন! এখন অনাহারে দিন কাটছে সেই অমল চৌধুরীর

মিঠু চক্রবর্তী জানিয়েছেন, কখনোই তিনি ভালো শাশুড়ি হয়ে ওঠার জন্য আলাদা করে কিছু করেননি। তিনি যেমন তেমনি থেকেছেন। বরং বৌমাদের নিজস্ব স্পেস দিয়েছেন স্বাধীনভাবে বাঁচার জন্য। দুই বউমার সঙ্গেই খুব ভালো সম্পর্ক। ছেলে গৌরব আর অর্জুনও দিন দশ পরপর মা-বাবার কাছে আসেন। তখন সবাই একসঙ্গে হয়ে দারুণ মজার সময় কাটান।

আরও পড়ুন: হেমা মালিনীকে পেছনে ফেলে পাবলিক ডিমান্ডে ফিরে এসেছিলেন এই মহিষাসুরমর্দিনী! জানুন সংযুক্তার অজানা কাহিনী

১৯৮৬ সালে বিয়ে করেন সব্যসাচী ও মিঠু চক্রবর্তী। ১৯৮৭ সালে জন্ম হয় গৌরবের। তারপরেই অভিনয় জগতে আসেন মিঠু চক্রবর্তী। ছোট ছেলে অর্জুনের জন্ম ১৯৯০-তে।সিনেমা থেকে টিভি, কাজ করেছেন চুটিয়ে।

Back to top button